এবার তবে হও হুঁশিয়ার
(রনি ই রানী)
এবার তবে হও হুঁশিয়ার
ওরে ও রক্ত চোষার দল।
আর কতকাল করবি খেলা
ঝরাবি  চোখের জল?
রুদ্র রবি দেখিসনি তোরা
দেখিসনি কি ত্যাজোদীপ্ত আলো?
অনল নয়নের অগ্নি দিয়ে
পুড়িয়ে করব সব কালো।
অনেক কটু কথার ব্যথা বুকে
এখনো মোরা  বয়ে বেড়াই।
তোদের ঘূর্ণিপাকে থাকব কেন
চরণ দিয়ে চূর্ণ করব
তোদের অসার বড়াই।
দাসের বেশে থেকেছিঅনেককাল
নীরবে সয়েছি অসার গালাগাল।
এখন মোরা নইরে ভৃত্য
জুড়াব মোদের বঞ্চিত চিত্ত
তুলব তোদের ছাল।
বঞ্চিতের বুকে সঞ্চিত আজ
অত্যাচারীর অসার অপমান।
সইবনা আর নীরব প্রহসন
ধরার বুকে ফেলব সাড়া
তুলব রে তুফান।
ওরে ও চরম চারাল
আর কতকাল থাকবি আড়াল?
হাতুড়,কুড়াল গাঁইতি দিয়ে
ভাঙব তোদের রুক্ষ চোয়াল।
ওরে ও ধূর্ত শেয়াল
ডাকিসনে আর হুঁক্কা হুঁয়া।
পুঞ্জ পুঁজির কুঞ্জ তোদের
নয়কো হালাল সবই ভুয়া।
এবার তবে হও হুঁশিয়ার
যত মজদুর দুনিয়ার।
ঘরের কোণে কাঁদিসনে আর
ছিনিয়ে নিবি অধিকার।
নাইকিরে তেজ তনুপ্রাণে
নাইকিরে আশ ঐ খাসমহলের?
শুধু কি করবি রোদন?
চেতনা জাগাও সব দখলের।


রচনাকাল :১৮ আষাঢ় ১৪২৪ বঙাব্দফতুল্লা, নারায়ণগঞ্জসকাল :