আয় ঐশ্বর্যে হানি আঘাত
(রনি ই রানী)



আয় তর্জণী উচিয়ে গর্জন করি
আয় নিজদের ভাগ্য নিজেরাই গড়ি।
আয় পুকুর,নদী,খালে বিলে
আয় সর্বহারা সবাই মিলে।
আয় করি সতত মৎস্য চাষ
আয় ধনের ধনীর কুৎসিত চিত্ত নিত্য করি গ্রাস।
আয় করি কাজ নাহি লাজ
আয় সর্বহারা ধরব ধরার ধোঁকাবাজ।
আয় আপনার হাতে দিনে রাতে
আয় সাম্যের সাম্রাজ্য গড়ি পৃথিবীতে।
আয় সাম্যের তানে সবার প্রাণে
আয় জোয়ার তুলি নতুন গানে।
আয় তুলি সর্বহারা সাম্যের আওয়াজ
আয় নব বিপ্লবে পাল্টে দেই পুরাতন রেওয়াজ।
আয় রাক্ষস রাবনকে করি কারাবরণ
আয় অনলে পোড়াই পুঁজিবাদের হিংসার সিংহাসন।
আয় গর্জে পুঁজিপতির ঐশ্বর্যে হানি আঘাত
আয় শির করে উঁচু আনি সাম্যের রাঙা প্রভাত।



রচনাকাল:৮ পৌষ ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া বাজার,দিরাই,সুনামগঞ্জ।
রাত:৯:০০ ঘটিকা।