মুক্তি
(রনি ই রানী)



আমি ত্রাসের দূর্গ গ্রাস করিব
হ্রাস করিব সন্ত্রাস।
আমি মানব রুপে ধরার বুকে
দানবের চাই লাশ।
আমি রক্তিম রবি,
আমি শ্যামলিমা ছবি নবীনের নব বক্ষে।
আমি ঝাণ্ডা হাতে নিশীথে প্রভাতে
সতত চলি সমর সম্মুখে।
আমি মরুঝড়, আমি তেপান্তর
আমি অখিল নিখিল নশ্বর এ বিশ্বচরাচর।
আমি আরক্তিম আঁখি, আমি রক্ষিসৈন্য
আমি রণতূর্য হাতে সূর্যসম
পুড়িয়ে করি সব ছিন্নভিন্ন।
আমি ভাই শোষিতের চির লালিত সাম্রাজ্য
আমি গাঁয়ের অবলা বালার কুসুমিত কোমার্য।
আমি বিশ্বমাঝে অবাক করা মুস্তাফিজের বল।
আমি আষাঢ় গগনের শ্রাবণ প্লাবন ঢল।
আমি বঞ্চিতের বুকে সীমাহীন সঞ্চিত শক্তি
আমি পাতালের কারাগারে বন্দীর কাংখিত মুক্তি।  


রচনাকাল :২৯ অগ্রহায়ণ ১৪২৩ বঙাব্দ