দুর গাঁয়ের বায়
(রনি ই রানী)


দুর গাঁয়ে প্রিয়া কাঁদে
আমি কাঁদি গো হেথা।
দুই জন ছাড়া কেউ জানেনা
গহন মনের ব্যথা।
আমি কাঁদি নিশীথ রাতে
নাহিয়া গো চোখের জলে।
নিদ্রাহীন কাটে রজনী
শয়ন ছেড়ে উঠি  সকালে।
ব্যথায় ব্যথায় পরাণ কাঁদে
পুড়ি আমি বিরহ অনলে ।
বিরহী রাত আঁধার কালো
ডাকি শুধু প্রিয়া প্রিয়া বলে।
মোর বিরহে পাপিয়া গাহে
করুন বিরহ গীতি।
কেমনে সইব বলনা প্রিয়
এহেন প্রণয় পরিনতি।
নিশীথ রাতে তোমায় দেখতে
এখানে ওখানে চাই।
কোথা তুমি প্রিয়া
দুর গাঁয়ে একা নিয়েছো ঠাঁই?
এখন  আমি  বিরহী উদাস পাখি
করুন সুরে কাছে দুরে
তোমায় কেবল ডাকি।
কেমন কাটে প্রিয়া তোমার
একলা সাঁঝের বেলা।
সেই সময়ে আমার হৃদয়ে
বিরহ করে গো খেলা।
আঁধার রাতে নয়নপ্রাতে
ভেসে ওঠে তোমার মুখ।
এই ভাবে হায় দুর গাঁয়ের বায়
দুঃখের মাঝে পাই একটুখানি সুখ।



রচনাকাল : ২৬ অগ্রহায়ণ  ১৪২৩
বঙাব্দ
সকাল:৮:০০ ঘটিকা।