অচ্ছোদ বদনে প্রচ্ছদ পড়িয়া ষোড়শী
কাজল লোচনে পুলক জাগে, বদনে মৃদু হাসি।
ষোড়শী বড়ই রূপসী
পাতালে যেন গগনের শশী।
হাসিয়া হাসিয়া চলে
নাহি চায় কোন পাশে অস্ফুট কথা বলে।
হেরিয়া আমি চঞ্চল চিত্ত লয়ে
জিঙ্গাসিলাম কোথা ঘর অভয়ে?
বড়ই লাজুক সে  রমণী
নাচিল হিয়া নাচিল শিরা উপশিরা ধমণী।
বলল আমায় কোনরকমে নাম তাঁর রাণী
আমি আকুল হলেম শুনিতে তাঁহার মুখের বাণী।
বললাম তারে খোল গো ষোড়শী তোমার ঐ বদন আবরণ
হেরিয়া তোমারে পরাণে প্রণয় হলো জাগরণ।









রচনাকাল :২২ অগ্রহায়ণ ১৪২৩ বঙাব্দ