মোর বিরহ গীতিগুলি
দিয়ে যাই তোমার পায়ে।
আকুল আঁখি ঝরিয়া যায়
একলা কাঁদি দুর গাঁয়ে।
মলিন বদনে রোদনের ছাপ
নিশিদিন বয়ে যায়।
ব্যথায় ব্যথায় পরাণ হানে
ভাবি তোমারে নিঝুম নিরালায়।
গানের পাখি আর গাহেনা গান
কণ্ঠে ঝরে চির ব্যথাতুর বিরহী সুর।
কেঁদে কেঁদে রাত্রি নিশীথে
হৃদয় হয়েছে মোর চুর।
তোমার স্মরণে তব পদ্ম চরণে
মনের বনে ফোটা ফুলদল রেখে যাই
বিরহ আমার অমর দোসর
নীরবে, বিরহ গীতি গাই।
মোর সুরের পাখি দুরে থাকে
জানিনা কোন অজানা বনে।
সুরে সুরে ডাকি তারে
নিতি আমি নিখিল ভুবনে।
হায় রে পাখি হায়
তোমায় খুঁজি নিশি ভোর।
তোমার আশার আশে এখনও
খুলে রেখেছি মনের ঐ দোর।
দাও দেখা কও কথা
থাকিসনা দুরে দুরে।
তোমার গানে ডাকি তোমায়
তোমার শেখানো সুরে সুরে।



রচনাকাল :১২ কার্তিক ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া বাজার,দিরাই,সুনামগঞ্জ।
সকাল:৮ ঘটিকা।