আমি ভাবতে ভাবতে কোথায় যেন হারাই,
কান্নার জল বাতাসে লুকায়।
আমি কি চাই আর কি পাই,
কি ধুলা গায়েতে মাখায়?


আমার কিছুই লাগছে না ভালো,
চায়ের কাপে উষ্ণ চুমুক,
সিগারেটে আগুন, ঠোঁটে ধোয়া,
একোন সুখে মন ভোলালো?


আজ আমার মন নেই ভালো,
হঠা্ৎ করে তোর কান্নার সুর থেমে গেলো,
জানি না কোথায় তুই, আমার অসুখটাও থেমে নেই,
আমি আজ বড়ই এলোমেলো।


আমার বেলকুনির রড গুলো,
জানি না কি মায়ায় ভেজানো,
স্পর্শ করতেই শীতল শিহরণ,
চলে যাওয়া স্মৃতির আগমন।


আঁধারও যেনে মোর চেনা........
চোখ বুজলেই সব তানা না না না না না না ....


আমি চায়ের কাপে আর ঠোঁট ছোঁয়াবো না,
সিগারেটে জ্বালিয়ে আগুন,
ঠোঁটে ধোয়া খেলা আর খেলবো না....


আমার বাড়ছে বয়স বুঝি আর বাঁচবো না....