প্রতিদিন মোয়াজ্জিন আজান দেয়
সেই আজান কানে এসে লাগে
ভাবলাম আমি কী হতভাগা শুধু আজান শুনি
আজান দিতে পারি না ৷


কিছুটা শান্তির জন্য নামাজে দাঁড়াই
আল্লাহকে বলি একদিন হলেও আজান দেব
তুমি আপাতত নামাজ কবুল করে নাও
এইভাবে কিছুটা প্রশান্তি আসে মনে ৷


তবু কি যেন নেই কি যেন নেই
ভাবতেই এশার নামাজের সময় হলো
মোয়াজ্জিনকে বলি এক ওয়াক্ত আমাকে দিন
মানুষকে আহ্বান করবো ভালোবাসা দিয়ে ৷


মোয়াজ্জিনের হাসির পরশে হৃদয় ভরে গেলো
বলল-খুঁশির কথা শোনালেন
আমি বললাম-মনের অতৃপ্তি থাকতে নেই
আল্লাহকে ভালোবাসি আজানের মতো ৷


ঐ দিন রাতে ঘুম আর আসে না
ফজরের সময় কখন এসে যায়
আমি মোয়াজ্জিনের আগে মসজিদে যাই
মোয়াজ্জিন বলে: ঘুমান নাই
আমি বলি: কি করে ঘুমাই
তৃপ্তি তো আমার মিটে নাই
মোয়াজ্জিন বলে শুরু করেন
আল্লাহু আকবার বলতেই মনে শান্তি আসে
আমি কতকাল এই শান্তি খুঁজেছি
এটি পাওয়া মনে হয় ভাগ্যের ব্যাপার
সৌভাগ্যে অনেকের জুটে না ৷


আজ আবার আজান দিতে মনে চায়
সনু নিগমকে শোনাতে
তার অন্তর আত্মাকে পবিত্র করতে
যা কলুষিত হয়ে গেছে
শয়তানের উপাসনা করতে করতে ৷