তবুও তোমাকে চাই।
তোমাকেই চাই।
ফের তোমাকেই চাই।
প্রবলভাবে চাই।
অনন্ত আকাশের মতো করে চাই।
জানি এ চাওয়া শুধুই এক দুরাকাঙ্ক্ষা।
জানি এ চাওয়া শুধুই এক মরীচিকা।
তবুও তোমাকেই চাই।
তোমার জন্য অপেক্ষার দিন গুনতে গুনতে-
একদিন তোমাকে হারিয়ে ফেলব জানি।
কখনো কখনো হারাতে হয়, কখনো কখনো হারতে হয়।
কখনো কখনো হারতে হারতে মানুষ হয়ে যায় জয়ী,
যেমন তোমাকে হারিয়ে আমি হয়ে গেছি আজ নিঃস্ব।
নিঃস্ব হতে হতে হয়ে গেছি এক কবি, বেদনাদগ্ধ এক নিগূঢ়চারী কবি।