কেমন আছো?
আর যেমনই থাকো, ভাল নেই শুনতে পারবো না
তুমি কি জানো?
কতটা ভালোবাসি তোমায়?
সত্যিটা বলতে গেলে হয়তো জীবনের শেষ দিনটিই চলে আসবে
তবু শেষ করতে পারবো না।
জানো কি?
আজ থেকে বহুদিন আগে,
যখন তুমিও নিজেকে আবিষ্কার করতে পারোনি
সে দিন থেকেই ভালবাসি তোমায়।
না, শুধু ভালবাসা নয়...
সেদিন থেকেই স্বপ্ন বাঁধি তোমায় নিয়ে
তুমি ছিলে আমার মাঝে বেড়ে ওঠা অদৃশ্য বাস্তবতা।
বেশ তো ছিলাম
অদৃশ্য ভুবনে তোমার হাতে হাত রেখে কতই না মাতামাতি
আর তোমার শাসন, ভালবাসা ভেবে মুচকি হাসি
এই তো। এভাবেই পার হতো দিন, পার হত রাত
জানো কি?
আজ আমি ভালো নেই...
প্রতিটা ক্ষনে ভেবে চলি তোমার ওই আকস্মিক ছোয়া
শিহরিত হই
ভালবাসো এই ভেবে নয়।
জানি, ভালবাসা পাবার অধিকার আমার নেই
অধরাতেই তার বসবাস।
ভালবাসতে রোজই ভয় পেতাম,
ঠিক ভালবাসতে নয়, ভালবাসা হারাতে।
স্বপ্নটাই তো ভালো ছিলো, বেশই তো ছিলো আমার অদৃশ্য ভুবন...
আজ আমি ক্লান্ত, তুমি ভালো থেকো
পারলে স্বপ্নটা ফিরিয়ে দিও আমায়
ভালবাসা নাই বা পেলাম।
ইতি- কবি।