যখন প্রয়োজন কত আয়োজন
কত সুন্দর রঙীন হাসি
মনে হয় যেন নয় যেনতেন
চলছে কত ভালবাসাবাসি


কত যেন জানা কত দিন চেনা
উপরে উপরে দন্ত-রাশি
তিনি ইনি সে মুখোমুখি এসে
ছড়ায় কত আঁকাবাঁকা হাঁসি


চোখে চোখ নাকে নাক
ভাব বিনিময় চলে নির্বাক
ঘূর্ণিপাক অন্ধকার আধারে
গভীরে চলে স্বার্থের ঘুরপাক


কে কী দিবে নিবে কি না নিবে
দিবে কি না দিবে হবে কি না হবে
ক্ষণে ক্ষণে মস্তিষ্কের নিউরনে
চলে আনমনে কত তরঙ্গের খেলা
এ নিয়ে পথচলা বাহন একই ভেলা


চলছে বাহন কত সাতকাহন
একসাথে বসা একসাথে ওঠা
একসাথে জোটা পিৎজা পিঠা
গুঞ্জর গুঞ্জন আহার ভোজন
সুজন দুজন স্বজন কজন
কত কুঞ্জন কত ব্যঞ্জন


কত বৈঠক পা ঠক ঠক
চাহনী  চক চক কথা বক বক
হাসাহাসি হট্টগোল
দে দোল দে দোল


যখন বিয়োজন মেঘের গর্জন
হঠাৎ ঝড় বুক ধরফড়
কৃষ্ণ কালো অন্ধকার
ছিটকে পড়ে কে কোন ধারে
কে যে কোথায় কে কোন পার


তারপর আরও খোঁজ নাই কারও
হঠাৎ কোন সুদুর দুরে
কেউ থাকে পড়ে খবর ওড়ে
জানা যায় পরে হয়তো ইথারে
কেউ নীচে , কেউ উপরে


যখন ঘুম ভাঙ্গে আচমকা সাঙ্গে
এবং ভুল ভাঙ্গে তখন মন মাঙ্গে
যাই ফিরে সেই নদী তীরে
বিশুদ্ধ বাতাসে
নির্মল শ্বাসে
বলি এক নিশ্বাসে
হাত দুটি করে জড়ো
হে আল্লাহ ক্ষমা করো।