দগদগে ঘা ভিতরে দুর্গন্ধ খতর
লোকে বলে ছুইয়োনা স্পর্শকাতর
বাহিরে মখমল ছতরসাথে সুগন্ধি আতর
ভেতরে দেখতে মানা স্পর্শকাতর


চতুরতায় করে পুকুর চুরি
পুকুর কে করে আইবুড়ি
এ যৌবন চুরির নাই ধর-পাকড়
ধরা যাবেনা ছোয়া যাবেনা স্পর্শকাতর
মেঠো বক্তৃতার জোড়ে
পিচ্ছিল পথে দিলে গা ছেড়ে
কেঁপে কেঁপে সবাই পিছলে পড়ে
ক্ষত থেকে অঝোরে রক্ত ঝরে
সেই ক্ষত লুকিয়ে ঘা টা শুকিয়ে চাতর
তাই দেখে অট্টহাসে জগদ্দল পাথর
ধরা যাবেনা ছোয়া যাবেনা স্পর্শকাতর


অর্ধমৃতের মগ্নে চৈতন্যদোয় কি হয়
যদি না জিয়ন কাঠিতে রয় পরশ পাথর
বলা যাবেনা কওয়া যাবেনা স্পর্শকাতর
কুরুক্ষেত্র তার হাতিয়ার ঢাল তলোয়ার
ডাকাতির লুন্ঠনে গগনচুম্বি সম্পদভার
বাহিরে দরদী গতর আর ভিতরে ইতর
বলা যাবেনা কওয়া যাবেনা স্পর্শকাতর


চৌর্য মিথ্যাবৃত্তির আরেক নাম স্পর্শকাতর
সত্যের মুখোমুখি হতে ভয়ের নাম স্পর্শকাতর
চুকাতে, চায় লুকাতে বিন্ধ্যতিমির ভিতর
পরিস্কার দিনের আলো লাগেনা ভালো
গায়ে আসে জ্বর
পলায়নপর অজুহাত তার স্পর্শকাতর
বলতে মানা যদিও থাকে জানা ।