হাওয়ায় হাওয়ায় অনু পরমানুর
যত অগস্ত্য যাত্রা
মনের বিচিত্রা তত অনন্ত মাত্রা
কখনও দুর্বোধ্য তৃতীয় মাত্রা
সব কাল গিয়ে এককালে ঠেকা
যাত্রা বা অযাত্রা
জগত সংসারের আবীরে
রং বাহার বিচিত্রা


মনের বেড়াজাল অদ্ভুত তার তাল
ছেঁড়াতাল কাটাতাল জোড়াতাল
সব মিলে কখনও কাল হয় আজ
আজ হয় কাল
ইন্দ্রজাল কাটা না কাটার গ্রহণকাল
কখনও মায়া কখনও জাল
কখনও সব কিছু কাটিয়ে
সজীব সতেজ বসন্তকাল ।