দারফুরে ভূমি ফুরে
বিস্তীর্ণ বালুভূমি জুরে
নাই কোন নদীর তটরেখা
মাঝে মাঝে চিহ্ন যায় দেখা
হয়ত এ মরুতেও ছিল নদ নদীর মেলা
এখন বিবর্ণ মরুভূমি বিধাতার খেলা
মনে পরে নাটোরের নারদ নদের কথা
ছোট্ট মনে দিন দুপুরে ঝাপ দিয়েছি যেথা
আহা নারদ নদ
পানির ধারা ছিল পত পত
মাছ ছিল কত কত পদ
সাপ-পাখির মাছ গেলা কৎকৎ
কে করল বধ ?
বুক চিতিয়ে ঢেউয়ের তালে
ডুবসাঁতার দিতাম নদীর কোলে
পাতি হাসের সাথে সাথে ভাসা
গোসল ছিল আনন্দে ঠাসা
ব্রীজ থেকে দিতাম লাফ
মুরুব্বীরা বলত কর মাফ
নাটোরের বুক চিরে
বইত নারদ ধীরে ধীরে
আহা এখনও বইত যদি
আগের মত নিরবধি
নদ আর বুকের হাহাকার
হয়ে যায় একাকার
আহারে নারদ নদ
তোমার বুকে এখন চোলাই মদ
এখন তোমার মরুভূমিরূপ
মুখ বন্ধ করে সবাই চুপ
তোমার পাশে যায়না আর বসা
কেমনে হল এমন দশা ?
আজ তোমার এ মরণবেলা
তাও কি বিধাতার খেলা ?