অন্যায় করে আর অন্যায় সহে
সবাই তো বাস করে একই গ্রহে
অন্যায়কে ভয় করে
সবাই আক্রান্ত টিকে থাকার জ্বরে
কোনরকম খেয়ে পড়ে
আঁকড়ে থেকে ঘরের বাটাম ধরে
সরীসৃপ জীবন যাপন
নিজেই কেবল নিজের আপন


অন্যায় করে সব ভাসায় রক্তের বন্যায়
রক্তের বন্যায় ভাসেনা অন্যায়
এ অনন্ত চরাচরে দেখি বিস্ময়ে
ভুক্তভুগি হয় রুগী অন্যায়ের নিগ্রহে
স্বার্থের দ্বন্দ্বে ভালোরা মন্দে চুপ মেরে
মন্দের ভিতরে থাকে কোনরকম করে


মন্দের ভালো ফুঁড়ে বের হয়না আলো
সেই ভালো তুমি নিজের পায়েই ঢালো
যেমন ঝড়ো বাতাস মেঘকে করে কালো
সূর্য্য চন্দ্র সব থাকে অসহায় ভালো
কালো মেঘের পেছনে থেকে কারে দেয় আলো ?