হে স্রোতঃসীনি,
কোন ধারা মোর হৃদয়ে লাগিয়েছ?
কোন অভিশাপে আমাকে জড়িয়েছ?
বিবেক আজ স্রোতধারায় বহমান,
তোমার স্রোতের সহস্র কণায়।
আমার কল্পনায় তুমি প্রেমধারা,
যেখানে ঢেউ তুলে আমার স্রোতধারা।
যৌবনের স্রোতে বিচরণ করতে চাই,
তোমার সকল স্রোতধারায়, স্ব-গোপনে।


হে স্রোতঃসীনি,
হাতরে বেড়াই তোমার স্রোতের অপার সীমানায়
রাতের আধারের মতো অন্ধ হয়ে।
কখনো বা সাজিয়ে যাই
তোমার দেহপিঞ্জরের স্রোতের উত্তপ্ত ধারা কে,
স্রোতের ভাজে ভাজে ঢেউ তুলি।
অথবা তোমার স্রোতের ধারাতে মিশে-
রাঙিয়ে দেই রঙধনু সাত রঙে।


হে স্রোতঃসীনি,
হিংস্র স্বপ্ন যত আসে মনের কোণে
শত বাঁধ ভেঙে মিশে যায় তোমার তরে।
তোমার স্রোতের নির্মল নিশ্চল নিবেদন,
গ্রহণ করি আমার ঢেউয়ের তরঙ্গে।
ভাসিয়ে দেই তরঙ্গিত ঢেউ-এ
তোমার স্রোতের সকল কণায়।
প্রেমধারা মিশে যাক দু'জনের তরে
সময়ের ধারা ঘুচে যাক স্রোতের আদলে।