অনীহা আমার এই পৃথিবীর তরে
কিসের জন্য বাঁচি আমি এই মানুষের ভিড়ে?
এতো ইচ্ছে,এতো মোহ মায়া, এতো লোভ কেন তাদের?
কেন তাদের মাঝে রয়েছে এতো স্বার্থপরতা?
কিসের তরে তারা বাঁচে মরে?
কিসের তরে তাদের ঈর্ষা?
অনীহা আমার এই পৃথিবীর তরে
তৃপ্ত আমি আছে যা আমার মাঝে।
বিলাশীতার বাড়ি নেই, ইচ্ছে নেই তারও
অঢেল নয় আমার ধনসম্পদ,
নয় আমি তার ইচ্ছে পূজারি।
আমার যা আছে তাতে তৃপ্ত আমি
কিসের তরে জীবনের এতো দৌড়ঝাঁপ?
যৌবনে যদি না পেলাম আত্মতৃপ্তি
বৃদ্ধ হয়ে কি লাভ করিলাম?
অঢেল হলো ধনসম্পদ, অট্টালিকা এক বাড়ি
চোখে নেই নিদ্রা এবার তৃপ্ত হবো কিসে?
আজিজ! যার আছে যা তা নেবে কে কেড়ে?
উপর যিনি আছেন বসেন সে যদি দেই তোকে
ছিনিয়ে নেবার কে আছে এই পৃথিবীর তরে?
যা আছে তোর, তার কোনো কিছুই নয় তোর
এতে কেন এতো মোহ মায়া?
অনীহা আমার এই পৃথিবীর তরে
মানুষের ভিড়ে এতো রক্ত কেন ঝরে?
তারা বলে মানুষ সত্য, তাহার উপর নেই কেহ
সত্য যদি মানুষ হয়, মিথ্যে বলে কারা বেঁচে?
তাদের বুলি তারাই সাঁজায়,
লোভ তাদের এত্ত বেশি
ভাই ভাইয়ের রক্ত ঝরাই।
পিতা-পুত্রের নেই শাসন বারণ
শিক্ষক-ছাত্রের এতো বদনাম
সত্য কাদের বলে তারা?
রক্ত কাদের ঝরাই তারা?
অনীহা আমার এই পৃথিবীর তরে
আমার ভাই-বোনেরা যাচ্ছে মরে।
ফিলিস্তিনের দিকে দেখো সবাই
অনাহারে কাঁদছে শিশু,
দেখছে রাষ্ট্র শতশত।
কাদের তারা সত্য বলে?
কারা হলো সবার উপর?
আজিজ! সত্য শুধু একটিই হয়
উপর শুধু একজনই রয়;
সৃষ্টিকর্তা হলেন তিনি।
মানুষ নামের পরিচয় যার
মানুষ বলে করেছে কি?
ইবলিশের যত কাজের ছলা
মানুষ বলে করছে তারা।
অনীহা আমার এই পৃথিবীর তরে
ইচ্ছে আমার শুধু নিজের তরে,
বাঁচি যেন তৃপ্ত হয়ে
প্রার্থনা করি ঐ উপর একের তরে।