নিস্তব্ধ এই নীলিমার নিচে
হাওয়াতে ভাসা সমুদ্রের ঢেউ;
কিরণে আকাঁ সোনালি আঁশ
ব্যস্ততাময় এই শহরের মানুষ।
আঁকাবাঁকা এই পাঁকা রাস্তা
যান্ত্রিক সেই গাড়িগুলো।
এইতো আমি তাদের মাঝে
গুছে আছি কোন এক কোণে।
সৃষ্টির এই অবলীলাময় পরিবর্তনে
আমিও মিশে আছি কোন এক যান্ত্রিকতায়।
হারিয়ে যাচ্ছে মায়া,মমতা,ভালোবাসা।
উপছে পড়া ভালোবাসাতো
আজ যান্ত্রিক সেই বস্তুর প্রতি।
অবহেলিত আজ ভাই হারানো বোন
সন্তান হারানো মা জননী।
হ্যাঁ, আজ অবহেলিত বৃদ্ধ পিতা-মাতা।
কোথায় সেই মমতাময় ভালোবাসা?
আজ মানুষ কি মানুষের জন্য?
আমিতো তাদের মাঝে আছি;
যারা অনাহারে কান্নায় জর্জরিত
কোন ডাস্টবিন বা নর্দমায় পরে আছে।
আমিতো পরিবর্তন চেয়েছি মানসিকতার।
পাশবিকতা,হিংস্রতা ও পশুত্বকে
মানুষ হতে বিচ্ছিন্ন করার।
আমিতো তাদের-ই মাঝে
যে বস্ত্রহীনদের বস্ত্র দেয়,
তৃষ্ণাত্বকে পানি, ক্ষুধার্তকে খাবার দেয়।
আমিতো আছি তাদের মাঝেই বিরাজমান
যাদের মাঝে আমি নিজেকে খুঁজি বারবার।