মানুষ বলে তাই কত কিছু করা দায়
মৃত্যু হলেও মানুষ তার পরিচয়।
মানুষের লাশ, নর্দমাতে পড়ে থাকা মৃত শিশু
নগর,গ্রাম এই শহর শতাব্দীকালেও তার নেই কোনো অন্ত;
দেড় হাজার বছর পরেও হতাশার চাদর গাঁয়ে নিয়ে
তাকিয়ে রয়েছে মহীয়সী নারী ও তার শিশু;
ক্লান্ত অবসন্ন হাজার পথ হেঁটে
এক অন্ধকার হতে সূর্যের আলো ফুটিয়ে
আরেক অন্ধকারে করেছে প্রবেশ।
সূর্য কি দিন দিয়ে হয়ে গেছে অবসন্ন?
অন্ধকারেও নক্ষত্রের অবিচল পথচলা
দেখে যেতে হয় নগরে গ্রামে নেই কোনো মানুষ।
কতশত হাজারো মহামানবের হয়েছে জন্ম
সৃষ্টির উৎসারিত মূল হতে কত জ্ঞানের হয়েছে পাঠ;
তারা কি অন্ধকারে আলোর প্রভাতকাল হয়ে উঠে নি?
তাদের এই জ্ঞান রয়েছে কোথা;
কোথায় রয়েছে মানুষ তারা?
মানুষ বলে পরিচয় যার আজ
পশু বলে, পশুর ন্যায় করে চিৎকার করে উল্লাস;
অধিকার রক্ষার্থে যাদের রাখিয়াছি দাঁড় করায়া ;
অধিকার হরণে তারাই রয়েছে সর্বাগ্রে দাঁড়িয়ে।
মুহাম্মদ (সাঃ) এর আদর্শ কোথায়? কোথায় উনার শিক্ষা?
বইয়ের পাতায় গল্প সব, কিতাব শুধু সত্য বলে;
শতাব্দী আজ মিথ্যার চর্চায়;
মানুষের রক্তস্রোতে স্নান করে; তাদের মাংস ভক্ষণ করে
মানুষ বলে পরিচয় দেওয়া এক জাতি আমি দেখিয়াছি।
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হিংস্র হায়নার আক্রমণ দেখিয়াছি; এই শহরে কোনো জনমানব নেই;
মৃত মানুষের লাশ, মহীয়সী নারীর চিৎকার আর মৃত শিশু।
দেড় হাজার বছর পাড় হয়ে এসেছি
যখন প্রেমের কথা উঠে আসে
অথবা জ্ঞান রাজ্যের কথা উঠে আসবে
তখন মনে হবে অনন্ত সময় ধরে পথ চলছি
মৃত্যু এসে হানা দিবে মানুষের ভিড়ে
মানুষের হবে মৃত্যু; মানুষ পরিচয়ে বেঁচে রইবে অন্যজনে।