স্বাধীনতা! এক জয় হুঙ্কার।
চেতনার মহোৎসবের জয় গান।
লাখো শহীদের অমূল্য এক প্রতিদান
বিনিদ্রিত মুক্তিযোদ্ধার জীবন সংগ্রাম।
স্বাধীনতা! তোমার রয়েছে কি মান?
যেখানে তোমার আজ নাই কোনো ইচ্ছের দাম
নিয়েছে তারা কেড়ে জুলুমের কড়া মূল্যে
অনাহার আর নিরাশ্রয়া মানুষের ভিড়
কেঁদে মরে স্বাধীনতা তুমি কাদের হয়ে রইলে?
স্বাধীনতা! তুমি জুলুম, দুর্নীতি, লুঠতরাজের আরেক নাম?
কি নামে ডাকলে তোমায় দিবে সাঁড়া?
যেখানে তোমার উচ্চারণে কেড়ে নেই বাক স্বাধীনতা
ছিনিয়ে নেয় আমার স্বাধীনতার গর্বিত অহংকার।
তুমি নেই আর নেই সেই কৃষক, শ্রমিক, মজুরের মাঝে
নেই তুমি একটি শিশুর কান্নার স্বরে
লুণ্ঠিত হয় মুক্তিযোদ্ধা, আহত হয় স্বাধীনচেতা
কে করেছে অর্জন তোমায়?
উচ্চ আসনে বসে থাকা দাম্ভিক-রা?
শাসিতের মুখে স্বাধীনতা তুমি,
শোষিতের মুখে করুণ চিৎকার।
স্বাধিনতা তুমি কাদের হয়ে রইলে?
কামার-কোমার-জেলে তারা কোথায় গেল চলে?
নিজ দেশে তারা স্বাধীন বলে-
দাসত্বের শিকল নিয়েছে বেঁধে।
বেঁচে থাকা হায়! কতটা দায় ;
দেখো তাদের দিকে দৃষ্টি ফেলে
স্বাধীনতা! আজ হয়নি এখনও তাদের জন্য নিবদ্ধ।
স্বাধীনতা! এক জয় হুঙ্কার
তাদের চেতনা আজ শেকলাবদ্ধ।
তাদের চেতনা আজ শেকলাবদ্ধ।