দারিদ্র্যের কোষাগারে যাপিত যার জীবন
সুখের যাচনা করিয়া যে করে আয়ু হ্রাস;
সে বুঝে, সে জানে কষ্ট কাহা কে বলে।
দায়িত্বের ভারে যার কাঁধ হয়ে যায় কুজো
নিরবে যে সুখের করে বলিদান
সে বুঝে, সে জানে স্বপ্ন কি মূল্যবান।
বুকের ভিতর পাহাড়সম কষ্টের লালন
বোঝার মতো যদি না থাকে কেহ;
দমবন্ধ হয়ে যাওয়া নিঃশব্দের চিৎকার
বুকের ভিতর লালন করে যেতে হয়-
অনাদি সে পুরোনো সময়ের সাথে।
জানি, জেনেও কিবা আসবে আমার
সান্ত্বনা আর কিছু সদুপদেশের বাক্য;
জীবনের পথে হেঁটে চলা কিছু পদচিহ্ন
দেখি বারবার, যদি ভুলক্রমে চলে যাই নিজের অগোচরে
যে স্বপ্ন লালন করিলাম; সে যদি না হয় পূর্ণ
দায়িত্ব আর কর্তব্যের ভার যদি করে অবসন্ন
দিনশেষে ক্লান্তি আর অবসাদ কাটিয়ে-
নক্ষত্র আর তারার দিকে দৃষ্টি ফেলে ;
কাটিয়ে দেব বেলাশেষে রাতের আধটুকু সময়।
দারিদ্র্যের কোষাগারে যাপিত যার জীবন
সে বুঝে, সে জানে পৃথিবীর পরে তারাই মরে;
মৃত্যু তাদের অন্তিম যাত্রা; বেলাশেষে রাতের কিছু দেখা।