আমার জানালার ওপাশে
বিশাল এক চাঁদ ঝুলছে
পাশেই একটি তারা আর এক রাশি মেঘ উড়ে যাচ্ছে
ঠিক তার নিচে আছে একটি
আধমরা ঘুমন্ত শহর
যেখানে অনেক রাতে একটি প্লেন ছুটে চলার শব্দই কেবল মেলে
তবুও কিছু মানুষ আছে
যারা এখনো ঘরে নীল বাতি জ্বালিয়ে রেখে
সুখ সন্ধ্যান করছে
আমিও জালনার পাশে দাড়িয়ে জানালার সুখ লুফে নিচ্চি
প্রচন্ড মৃদু বাতাস
প্রচুর স্বপ্ন
অনেক হতাশা
আজকে একটা ছেলে মেঘমালা ছুয়েছে
আর ফিরবে না
জানিয়ে গেছে কেউ দায়ী নয়