ঐ রাস্তার ধার ঘেঁষে
বয়ে গেসে তোমার গন্ধ
ঐ অচেনা ফুটপাতে লেগে আছে
পায়ের ছাপ
ঐ ল্যাম্পপোস্ট এর বাতি
জ্বেলে গেসে এই সন্ধ্যায়
এই সন্ধ্যেটা কেবল
স্বপ্ন দেখার মায়ায়
আমি জানি তুমি
রঙ মাখা দিন দেখবেই
আর গলির মোড়ে
সব চিৎকার
আর আমার এই ঘড়
হয়ে আছে এক
ঝঞ্জাল, শুধু
তোমার অপেক্ষায়
উড়ছে ধোয়া
চার রাস্তার মাথায়
সেখান থেকেই
ইচ্ছেগুলো একেক দিকে যায়
সেখান থেকেই শুরু
হয় বিক্রয়
শহুরে সব কবিরা
আজ রাস্তার কোণায় কোণায়
সস্তা নিয়ে
কবিতার খাতায়