বড় করে হামি দিয়ে চোখ মুছা
রঙিন সকাল, নতুন প্রভাত, রক্তিম সূর্য
সকাল টা চায়ের কাপে,,,
এই মামা একটা চা দেও, মামা একটা গোল্ড লিফ
কিরে মামা চা কই
আমাদের জীবন মাত্রা
কাধে ব্যাগ হাতে ছুটে চলে
ব্যস্ত শহর
এই শহরে কোকিল ডাকে না,
হাকডেকে রাখাল ছুটে চলে না
গায়ের বধু কলসি কাখে হেটে যায় না
,
কিন্তু এই শহরে ক্রিং ক্রিং
রিক্সার শব্দে মাথা ঘুয়ার
ঠিক সকাল ৯ টায়,
এই শহরের ধুলাবালি যে
বড় ভালোবাসি
এই শহরের দালানকোঠা র
ফাকে ইছরে পরা রোদ যে
মধু দিয়ে মাখা
সোনালি বিকাল হয়
এই শহরে
জনপ্রিয় চত্তর গুলোতে
চায়ের হাট বসে
কেবল এই ঢাকা শহরেই
এই শহরে সন্ধ্যেয়য়
সোডিয়াম বাতির নিচে
বসে স্বপ্ন দেখার প্রতিযোগিতা


চিরকুট এর একটা গান আছে না??
এই শহর জাদুর শহর
প্রানের শহর ঢাক রে,,,😊