এভাবে কেটে গেল কত নির্ঘুম রাত,
কত দেখেছি কাক ডাকা প্রভাত।
ভাবনা শুধু একটাই, ভালোবাসা।
অবাক!!! নিশ্চয়?
ভাবছো, সেতো রোজকার গল্প,
না। আবেগও আছে অল্প।
হ্যা, তুমি। তোমাকে বলছি....
আজো আছি তোমার আড়ালে,
খুজে পাবে হয়তো, দুহাত বাড়ালে।
না। আর নয় লুকোচুরি।
পাবে না, জ্বালাও যত দ্বীপ শিখা,
আসবেনা সেই প্রভাত, দেখিবেনা যত আদেখা।
অশ্রুশিক্ত নয়নে বলেছিলাম,
ভালোবাসা, বাচতে শেখায়।
এত কিসের তাড়া ছিল তোমার?
একটি প্রশ্ন; উত্তর আজো খুজে যায়।
বেচে আছি, ভালো আছি, সুখে আছি,
সেই চেনা সুরগুলো আকড়ে ধরে।
হয়তো শতকাল বিলম্বে কোন এক বৈকালে,
চকবার কিংবা ফুসকা হাতে,
আবারো বলব, "ভালোবাসবে আমায়?"