একটি ফ্রেম-
যাতে বাধানো একখানা নষ্ট ছবি
এ এক বিষ্ময়কর ইতিহাস।
কাল যাত্রায় থেমে যাওয়া সেই দীপ্তিময় রবি।
একটি ফ্রেম-
বলে যায় শতকালের হারানো ভালোবাসা।
এ এক অসম্পূর্ণ গল্প।
রুক্ষ বিকেলে কোমল হৃদয়ে রক্তক্ষরণ, সেই সর্বনাশা।
একটি ফ্রেম-
কত রদ্দুর পথ করেছি পার, বলছে সেই কথা।
এ এক বিষাদের কাব্য।
হটাৎ ঝড়ে যাওয়া সদ্য ফোটা ফুলের ব্যাথা।
একটি ফ্রেম-
বেজে উঠে সেই চেনা প্রথম বসন্তের সুর।
এ এক বিদায়ী বাসনা।
সুখের পায়রা তোমার হোক, কালের পরিবর্তনে ছুটছি বহুদুর।