বালিকা,
তবে আজ যাওয়া হোক,
আমার ভেতরকে তো আর-
ভোলাতে পারলাম না ছলে।
এমনই সময় যদি মিলে আবার-
এমনই করে আসিব গোপনে, দেখিতে তোকে।
চোখের দেখা-
সকল ইন্দ্রিয়কে একত্রে এনেই তবে,
তো চোখের দেখাই দেখে যাব।
দুঃখময় জীবনে এই তো সুখ।
এমনি মৃদুপবনে, নির্জনে, তব গভীর নিশায়-
নিরবে এসে একা,
চোখের দেখা দেখে যাব।
যেদিন খুব সুন্দর সাজবি-
আয়নার সাথে তোর রুপের প্রতিদ্বন্ধিতা হবে,
সেদিন তোর রুপভরা মুখখানি দেখে দেখে-
ছন্দে ছন্দে একবার কেঁদে যাব।
ওহ!! বলতেই ভুলে গেলাম,
রোদনে যে কতসুখ- তা কেবল আমিই জানি।
যে না জানে -বোধহয় ধরাতলে সেই একমাত্র অসুখী।
জানিনা এই দুঃখ ঘুচবে কবে।
এই লক্ষ সাপের বিষাক্ত দংশন,
আগুনের অসহ্য তাপ, যেন আর না-সয়।
পাপস্মৃতিগুলো কেমন বেঈমান-
আমারি ভেতরে বসবাস আর
আমার স্মৃতির ডালপালা ভেঙ্গে
তাতেই জ্বালে আগুন।
বুঝি পৃথিবীটাই এমনি হয়?
অনেক দিন পর জানি না কেন লিখলাম। লেখালেখি আর করবনা প্রতিজ্ঞা করেছিলাম, আবারো যে কেন ...... সবই প্রশ্ন, উত্তর মিলবে কোথায়?