হয়তোবা আজি হতে শতবর্ষ পরে,
আজিকার মত রোদ্র ছায়ার, বাদল ধারার দিনে
তব নয়নে সপ্ন বুনে, তব হাতে হাত রাখিয়া
হারাইব আধার ঘনা,
কোন এক সন্ধ্যার গহীন কাননে।
হয়তোবা, আজিকার কোন অস্ফুট পুষ্প,
অথবা বিহঙ্গের আবেদনময়ি গান,
ঝরা কোন পাতা অথবা মেঘহীন আকাশ
হয়তোবা বসন্ত দূতের আনীত সেই -
বসন্ত বাতাস।
রহিবে অব্যাক্ত গল্প কোন, ব্যার্থ প্রেমের-
অন্তিম প্রমাণ।