আমি চাইনি লেখার বিষয়বস্তু পরিবর্তন হোক-
যদিও তোমার প্রস্থান আমাকে অতটা বিস্মিত করেনি।
যদিও তোমার ছলনা আমাকে দিশেহারা করেনি।
তবুও কাশফুল বনে আজো খুজছি,
তোমার অস্থিত্ব,
আজো গ্রান্থাগারে খুজে যায়-
তোমার হাতে লেখা ইতিহাসের শেষ পাতা।
সত্যি বলছি-
আমি চাইনি লেখার বিষয়বস্তু পরিবর্তন হোক-
যদিও তোমার মিথ্যা ভালোবাসা আমাকে একাকিত্ব করেনি।
যদিও তোমার গানগুলো আমাকে নির্ঘুম রাত উপহার দেয়নি।
তবুও রবীন্দ্রনাথের লেখা কবিতাগুলোর মাঝে আজো খুজি,
ভালোবাসার মানে,
আজো ঝংকারের আড়ালে খুজে যায়-
তোমার করা সেই চেনা সুরগুলো।
আমি সত্যিই চাইনি তোমার প্রস্থান হোক-
কারণ আমিতো তুমি, তোমাতে তো আমার পৃথিবী।
আমার অদৃশ্য সব ভালোলাগা গুলো সবই তো তুমি।
সব জানতে তুমি। তাইতো আজ আমি আমার হয়ে গেলাম।
কিছুই পাইনি বটে , তবে অনেকটা পেয়েছি।
অন্তত একা তো বাচতে শিখেছি।
নিজের পছন্দকে মূল্য দিতে শিখেছি।
নিজেকে চেনার সুযোগ পেয়েছি।
তবুও কোথাও যেন তৃপ্তির স্বাদ পাচ্ছি না।
অনেকটা পথ পাড়ি দিয়েছি-
এবার আমার বিশ্রামের পালা।