তুমি আমার নীলাচলের-
নির্মল হাওয়া
তুমি আমার নীলিমার বুকে-
হাজারো পাখির ভেষে যাওয়া
তুমি আমার শূণ্য মাঠের-
একমুঠো ধুলি।
তুমি অমার নিরাশ মনে কাটানো-
সেই বেলা গৌধুলি।
তুমি আমার সাঁজের বেলা-
জ্বালা সেই প্রদ্বীপের আলো
তুমি অমার সেই নীলাঞ্জনা,
যারে আমি বেসেছি ভালো।