একটি তারার খোঁজ
আজো আকাশ পানে চেয়ে
রাত জাগি রোজ।
অপেক্ষা শুধু সন্ধ্যা নামার-
অতঃপর একটি তারার খোঁজ।
আজো দিবষে বিষন্ন হৃদয়ে
কাশফুল বনে যাই ছুটে।
এই বুঝি আসলে তুমি
আমার অপেক্ষায় বসিয়া নদীর তটে।
এর পর একরাশ বিষাদ মেঘ
আমায় ঘিরে রাখে তোমার শূণ্যতায়
ভাবছি আর কত বসন্ত, আর কত বিকেল
না জানি কাটাতে হবে তোমার অপূর্ণতায়।
জানো, কাশফুল গুলো কেমন ছন্নছাড়া হয়ে যাচ্ছে,
আর বাতাসেরা করে না গুন গুন।
কোকিল, পদ্ম পাতার লেক আর-
পলাশ ফুলেরাও এখন আনেনা ফাগুন।
এভাবে আমার আকাশে সন্ধ্যা নামে রোজ
অতঃপর একটি তারার খোঁজ।