বর্তমান ছাত্র সে তো ছাত্র নয়,
পড়ার প্রতি নেই তাদের কোন ভয়।
এখানে সেখানে আড্ডা মারে,
তাদের মনুস্যত্ব অকালে ঝরে।


বই যদি নাও থাকে হাতে,
দামী মোবাইল রাখে পকেটে।
পড়ার নামে প্রতিষ্ঠানে আসে,
আড্ডা জমায় বাজারের পাশে।


শিক্ষককে তারা কেউ না মানে,
গুরুজনের সামনে সিগারেট টানে।
শিক্ষক যদি তাদের করে শাসন,
বলে,আমাকে শাসনের সে কোন জন?


পড়ার নামে শহরে যায়,
ভন্ডামি করে টাকা উড়াই।
হাতে তাদের থাকে না বই,
বললে বলে সময় কই?


আমি তো জানি হে ছাত্র ভাই,
আদর্শ ছাত্র এমন নয়।
তোমাকে শোধাই হে ছাত্র সমাজ,
পারো কি করতে ভবিষ্যত আন্দাজ?