স্বর প্রলাপ করিসনারে আয় কোলা-কোলি করি
ফুল কলিরা নীল ছুয়েছে পাহাড় তলির ঐ বাড়ি
এক সাথে চল যাই আনিতে সেই নীলকান্তমণি;
বড় ছোট এক করে সব বিজয়ের গানের কলি
পরস্পরের সহনশীলতায় সমাজে আমরা চলি।
চোখের জলের চিহ্ন যেমন নিমিষেই মুছে যায়
মানুষের দৃষ্টিভঙ্গি,আচার-ব্যবহার, রীতি -নীতি;
ভাগ্যনিয়ন্তার খেলায় ভাগ্য ক্ষ্ণিকেই বদলায়
দিল দরিয়ায় অসহ ক্ষুধার তৃপ্তি দানশীলতায়।
সোমবারটা গেল ভাল, মঙ্গলবারটায় ফাঁকি
বৃহস্পতিতে আবেগ আমার সু্যোগ করল মাটি;
শুক্র ভাল-রবি ভাল এখন শনির দেখা চোখে
মহার্ঘ-ভাতার চাহিদা বেশি কলির জামানাতে।
আসল প্রেমের দাম দিলিনা খুঁজলি কাদা-ছাই
খুঁজবি কি আর দেহ মাটি কিটনাশকে বোঝাই।
মানুষ নামের মানুষ তুই ফুটন্ত নানা রঙিন ফুল
ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া আজ গন্ধহীন গর্ভকুসুম;
যদি ধরে রাখতে চাস মূল সৌখিনতার মোহজালে
করোটিহীনভাবে করিসনা আর ভুল।
যদি বাড়ায় হাত দেশবাসি আসবে সুখ রাশি রাশি
থাকবেনা আর দুঃখব্যথা ভুগবেনা গরীব-কুমার-চাষী;
চল সহযোগিতার হাত বাড়িয়ে মানুষকে ভালোবাসি।