একুশ মানে-
অতৃপ্ত আত্মার ক্রন্দন,মায়ের মুখের ভাষা বাংলা বুলি,
একুশ মানে ভাষা আন্দোলনে বুক পেতে খাওয়া গুলি।


কি যেন শুধু একুশ একুশ মোটা গলায় শুনছি ধামা ভরা
ফুলের বোটা ছেড়া আর্তনাদ না বুঝে মন ভোলান দিচ্ছে
ওরা ফুলের তোড়া।


কেউ স্মরণ করে- শ্রদ্ধা ভারে
শহীদের জীবনের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা।
তারাও স্মরণ করছে একুশ কোথাও যেন যন্ত্রণাদায়ক অশ্লীলতা,
যারা ভাষা ব্যবহারে আজ তারা সমাজের মস্ত বড় টাকা চোরা।    


আমি শহীদের মর্ম বোঝাতে চাইনা, আমি ভাল থাকতে চাই,
ভাল থাকার জন্যই আজো যুদ্ধ করে যাচ্ছি ।
ভালবাসতে চাই, ভালবাসার জন্যই যেন প্রতিনিয়ত নিজেকে
উৎসর্গ করেই চলেছি বিশ্বমাঝে।


আমি একুশ খুঁজিনি- শুধু একুশের চেতনা খুঁজেছি ,আমি স্বল্প
আঘাতে দমকাতেও শিখিনি।
আমি বৃষ্টির মত ঝরা্ বুকের তাজা রক্ত দেখিনি কিন্তু সেবুকের
জ্বালা অনুভব করেছি।
আমি যেন এক উন্মাদ বাঁকা পথের কিম্ভূত, আমি রাজপথে
নিজের জীবন দিতেও প্রস্তুত।