মনে পড়ে সেই দিনের কথা যেদিন তোমায় ছেড়ে
ছিলাম আমি একা ;
নির্জনে কাটে বেলা মায়ের বকুনি খেয়ে দুবেলা,
দুষ্টামি আর বদমাহেসিতে ছিলাম আমি নাম্বার
ওআ্ন ছোকড়া।
কত মানুষের বিকল্প নাম দিয়েছি, করেছি কত
ছলাকলা ।
আমি কৃষকের ঘরের ছেলে ছিলাম তো্মার বাবা
ছিল মাষ্টার,
সেই অজুহাতে বাবা বকুনিতে বলত আমায় বাবা
তোর কষ্ট করা দরকার।
কারণ আমি খেটে খাওয়া দিন মজুর  -
আমি চাইনা আমার মত কষ্টের হোক তোর জীবন
যদি বাঁচার মত বাঁচতে চাস তবে চেষ্টা কর মরন
পণ ।
কিশোর বয়স বুঝেও বুঝতামনা ততটা হাসি মসকারায়
ছিলাম পটু ,
তাইত গ্রামের লোক নাম দিয়েছিল আমায় ভদ্র
ঘরের দুষ্ট।
আগে লেখাপড়ায়  আমি অতটা ভাল ছিলাম না
কোন এক দিন যেন দুঃস্বপ্নে দেখলাম, বাবা-
মা দুজনকেই আমার জন্য বকুনি শুনতে হচ্ছে
কারণ আমি কৃষকের দুষ্ট ছেলে হয়ে ভদ্র ঘরের
মেয়ের সাথে মেলামেশা করি।
সেদিন থেকে দশ বছর তোমার সাথে যোগাযোগ
রাখিনি,
কারণ বাবা মায়ের থেকে এই পৃথিবীতে ছিলনা
কেউ আমার কাছে দামি।
তবুও লেখাপড়ার ব্যস্ততার মাঝে ভাব্তাম তোমায়
নিয়ে আমি
আমার বাবা আমার মনের মতন তোমাকেই বেছে
নিয়েছিল মনে মনে, ছেলের বউ করার আকিঞ্চনে।
আমি গ্রাডুয়েশন শেষ হওয়ার পর পাস করলাম
বিসিএস
তার সাথে সাথেই চাকরি জীবনের পাশাপাশি
সুখি মানুষের মত
তোমায় পেয়ে আজ আমি, তুমি, আমার সন্তান সব
মিলিয়ে আছি বেশ।।