কাষ্ট জ্বালালে ছাই পাওয়া যায়,আধা জ্বলায় জল দিলে
হয় কয়লা;
জল না দিয়েও প্রকৃতিতে কয়লা মিলে যদিও থাকে
তাতে ময়লা।
আর সেখানে রচয়িকার করছে দাদাগিরি, যদিও সেটা
দান বিধাতারি।
ভুলে যাচ্ছে সে-দাদার উপরে আছে বড় দাদা।
বিধাতা বলছে-
তুমি যেটাই নুন দিচ্ছ নুন দেয়াচ্ছি আমি, বেশি নুনের ছিটা
দিয়ে নিজের বলে দাবি করছ তুমি।
তেলা মাথাই তেল দিলে যেমন অপচয় হয়ে যায়, তেমনি
ভাল জিনিসে নুন ছিটালে সেটা বাসি চুলার ছাই হয়ে ভাঙা  
কুলায় মানায়।
নিন্দুক তোকে সৃষ্টি করেছি ভালোমন্দের বিচারে আবার ছাই
সোনায় পরিণত করব সত্য ঢাকার লাঘবে।