কালাতিক্রমে গড়েছ তুমি কত সুখের অট্টালিকা
স্বার্থের টানে সুদ কষিয়া  দিয়েছ আমায় ধোকা
মানুষ নামের প্রেমের ভেলায় বন্ধিও তুমি একা।
দিনকানা এক পাগল ছিল মোল্লা-বাড়ির দিকে
কইত শুধু হাচা কথা তাই হাচাপাগল বলে সবাই
ডাকে।
কেউ যদি বলত তারে "হাচা কথা বলতে মানা "
হাচাপাগল বলত তখন- "কইবনা কইবনা কথা
বড় সাহেবের নামে, হাচা কথা শুনতে হলে সুদ
চাই কথার দামে!
বেনামি আসল থাকুক পড়ে সুদের হিসেব আগে,
সুদ না দিলে বন্ধু ভাজন আসলকে বলবে বাজে।
বন্ধু আমার সুদ খেয়েছে দেখেছি বার মাস-
প্রেম করিল অনামিকার সাথে বিয়ে করিল তাস।
তাসের খেলায় টেক্কা,গোলাম যেমন খুঁজিতে চায়
বিয়ের সময় টাকা খুঁজি প্রেমের হিসাব নাই।
মান হারালাম, হুশ হারালাম, হারালাম দুটি কূল
মন মাতানো রঙের নেশায়  সুদ নিয়েছি হিসাব
করিনি আসল।
দেখরে মানুষ, জ্ঞানি-গুনি ভেবে একটু সময়,
কীর্তি ছাড়া অন্য কিছু থাকবে কি যখন শেষ বিদায়!  
আপন মানুষ হবেনা আপন, ছাড়তে হবে সংসার
কি হবে লাভ আসল হারিয়ে করে কুসীদের কারবার?