সময়ের টানে ব্যাথার গিটার
করে উকিঁঝুকি,
গানটা থাকে সবার মাঝে
করে কানাকানি।
বিষের জ্বালা মিটায় গানের
গাওয়া কলি,
তাইত আমি গিটার বাঁজায় একলা
প্রেম পিপাসা ছাড়ি।
সঙ্গের সাথি গানযে আমার
মাতাল করে রাখে,
মনটা উদাসিনি
ডঙ ডঙ ডঙ , বঙ বঙ বঙ
লওহে তারে সুর;
গাওরে তুমি সারদ রাতি
সুজন , কুমার ও গফুর।
উজান ভাটি বিজন বালা
গাওরে সোনার তরী,
স্বাধীন বাংলার উল্লাসে উতলা
জাতীয় পতাকা ধরি।
চোখে তোমার লাল সবুজ
বাংলার তরু লতা,
রক্তে ভেজা একাত্তরের লাল
রঙের সূর্যটা।
স্বাধীন তুমি, স্বাধীন মাতা
বঙ্গরূপী নারী।
তাইত আমি
তোমার সুরে বিজয় গানে
গিটারের তার টানি।