তুমি হাসলে বলে  দিনের আলো মুচকি হাসে
তুমি হাসলে বলে মনটা যেন দোলনায় দোলে
তুমি হাসলে বলে সকল ঋতুস্জ্জা  ভাল লাগে
তুমি হাসলে বলে বসন্ত ছাড়াও বসন্ত আসে।
তুমি হাসলে বলে ঋতুর মায়া ভাল লাগে
তুমি হাসলে বলে  যাই চলিয়া পথ ভুলে
তুমি হাসলে বলে গানের সুরে কোকিল ডাকে
তুমি হাসলে বলে তোমায় ভেবে যায় দিন চলে
তুমি হাসলে বলে সকল ফেলে তোমার কাছে যায় ছুটে ।
তুমি হাসলে বলে রাতের আধার ভালো লাগে
তুমি হাসলে বলে চাঁদকে ধরার সাধযে জাগে
তুমি হাসলে বলে তোমায় পেতে আশা জাগে।
তুমি হাসলে বলে অথর্ব দেহে প্রাণ আসে
তুমি হাসলে বলে মৃত্যু সুধাও ভালো লাগে
তুমি হাসলে বলে খোদার দেওয়া সকল দানের প্রসংসা মনে
তুমি হাসলে বলে পৃথিবীটা দারুন লাগে।।