আসিছে নতুন ভবিষ্যৎ দেখরে নয়ন মেলে
দৃষ্টি শিখায় ধাঁধা দেখায় ত্রিনেত্র উন্মোচনে,
আমি উল্কা, আমি  ধনুকের মত  গতীয়মান
জীবন যুদ্ধে পরাজয়ে ডরায়না, আমি ঝড়ের
হাওয়া বহমান।
আমি ডরায়না মরণে, আমি বিরহে কাঁদিনা-
মনকে দেইনা সান্তনা ;
শুধু নতুন উদ্দামে পতাকা উড়াই
স্বার্থ উদ্ধারের ঝঙ্কা,আমি প্রকৃতির অবি-শঙ্কা।


গিরি-কন্দর , সাগর-নদী একাকার প্রলয়ে-
বাঁজিবে সুর;দৃষ্টি তব বিজয় নেশা ধবংস করে
অসুর, আমি অভিনবি তরুণ।
কেন ভাবিতেছ প্রবীণ তুমি অস্ত যাওয়ার সুর
দেখ এই অসময়ে তথা রাত্রিতেও বিজয়ের ডাক
আগের মতই মেদুর।।