জ্যোৎস্নার নীল আলো দেখেছি তোমার চোখে  
ঘোমটার  আড়ালে  নীরব রাতে বেলকুনিতে
বসে।।
ফাগুনের নীরব হাওয়া লাগে যদি আমার গায়
আমি কিন্তু থাকবনা  আর   আমার নীরবতায়;
ঠিক চলে যাব সেই চাঁদের খোঁজে অজানায় !
কোথায় তোমার বাড়িগো চাঁদ, কোথায় তোমার
ঘর ?
এক পশলা জ্যোৎস্না বিকাও তুমি আমার উঠনে
এবার ।।
বুঝে নিও শেষ কথাটি আমার, দাও যদি কথা;
আমি হয়ে যাব তোমার।।
নীল জ্যোৎস্না তুমি আমার হবে কি?