পাগল দেখবে ভাই পাগল হরেক রকমের পাগল
বাজারে আজ বেচাকেনা পাগলে পাগলে হরদম!
যন্ত্রনা;
কে বলেছে আমি সাইকোটিকে আমি নিউরোটিকে
লোকনাথ  বাবু অসৎপথে বেচাকেনা কত সহজ ...
সৎপথে বর্তমান কেবা বলে, করেবা তোমার গুনগান!
হা হা আমি পাগল দেখেছি তোমার মত মত্ত পাগল
দেখি নাই।
ওখানে কেরে?
কি যেন ঠুনক পাতার মর্মর  শব্দ বিচলিত আজ মন ;
চারিদিকে পাগলের হরদম কি সব পাগলের সরাগম!
লোকনাথ বাবু তোমার বউটা শুনলাম তোমার সাথে
বনেনা?
ছেলে মেয়েরা সবাই তারই  প্রলভিত মায়ের পাগল।


আমি আবার তার উলটো,বাবার চরণ করেছে আমাকে
বরণ; পাদপদ্ম পুষ্পের  মতন সম্পত্তির  আনাগম!
ভালোলাগে আজ সবই তারি নিদর্শন।
লোকনাথ বাবু বলনা বন্ধু আজ তোমারি পরিবারের
সাত কাহন।
কি আর বলিব সুজন আমিতো মত্ত বিজন-
ভালোবাসা বিরাজমান পণে ভরা আবেগি সন্ধিক্ষণ ;
তাইতো আমি টাকার পাগল, বিকাই সবারে টাকা
টাকা না থাকলে দুনিয়াটাও যেন আমার কাছে ফাঁকা।
ভালই বলেছো তুমি,
টাকাই ভালবাসা, টাকাই বেরাজিকে করেছে রাজি;
টাকাই তোমাই বানাতে পারে কত মুনসি সভার কাজি!
নতুবা তুমি পরিবারের তথা সমাজের কাছে হয়ে যাবে
বড় পাজি।।


আগামি খণ্ডে .........মোহাম্মাদ বারি পছন্দ করে নারী---