নিত্যদিনে রঙতামাশায় নিত্যজিনিসে নিত্যমনে
সময় তুমি বিকাও, পরের জিনিস ভোগ করিয়া;
প্রাপ্ত ধনে লোভ দেখাইয়া নিজেই ধার দেখাউ!
রূপের নেশায় রূপের জোরে অহমিকার বীজও
তুমি মানুষ বুনাউ।।
সাধু,
রঙের হাটে বাজাও বাসি, নির্বিকারে সানাই
সুরে, অবিকারে মিলন বাসি মধুর সুরে;
বাজাও তুমি বাজাও।।
কেবা আপন হায় কিবা ঘর কেবা তোমার পর
অন্তর বাহির এক  করিয়া গাউরে বাউল তুমি
একতারেতে গান।
ভেতর বাহির এক করিয়া  গাউরে তুমি গান
প্রেম সাগরে ডুবু ডুবু মন,  দিল যেন উথাল;
তোমার আসে আর  দেরি নয় উদাসিন মন
প্রাণ।।
কিবা আসল কিবা নকল  গাউরে এবার গান
শান্ত করো মনের মাঝে  ঢেউগুলো আনসান;
কোথায় আছি কোথায় যাব ভাব বন্ধু অভাজন
ভেতর বাহির এক যদি হয়, সুরলিত সুরতান
মানবতায় ম্লান।।


কিসের বাড়ি হায় কিসের ঘর,কিসের সংসার
অন্তিম দিনে পচে গলে  হয়ে যাবে সব সার!
গাউ ধর্মের গানরে  মানুষ, গাউ সত্যের গান
মানবতার গানযে ভাই  বিধাতার জয়গান।।