গল্পপরি গল্প কর  তুমি গল্পের ভূবন ঘিরে
বিনামূল্যে গল্প বিকাও গল্পের আসর জুড়ে।
সোনাও গল্প, দেখাও স্বপ্ন,বিভোর কল্পনাতে;
গল্পে মাতাও সুরা রঞ্জিত আত্মহারায় বহমান
প্রত্যাহিক জীবনে।
ভালোলাগে দেখতে অথবা শুনতে তারি মুখে
একমুঠো আনন্দ, চুপটি করে গোমড়া মুখো
ভানটি তোমার কষ্টে মায়া  জাগানো নির্মলা
হাসি ভরা কপোলে।।
কি যে আনন্দ উল্লাস  দেখি  তোমার মর্দিত
রূপ-লাবন্যে,
হালকা হাসির মাঝে অপলক দৃষ্টি রাখতে
কতই মধুর লাগে!
রূপ কথার রূপের নেশা দেখি আমি তোমার
কপোলে।।
গল্প শুনে দিন চলে যায় রাত্রি আসে নেমে
ভাবি তখন আবছা মায়ায় যাচ্ছে সময়এমনি
করে গল্প বুনে বুনে।
সারাটাদিন যায়যে এখন তোমার কথা ভেবে
কপিঞ্জলের মত,
স্বপ্ন দেখি তোমায় নিয়ে বিচলিত আনমনে
কত শত শত ;
তোমার রূপের গল্প বলি আমি গল্প কথকের
মত, ভালোবেসে অবিরত।।