তোমরা দেখেছো  ভাই দেখেছো কি
তাহারে ?
হন্যের মত খুজে বেড়াচ্ছি সোনার ছেলে
আহারে!
সেই সকালে গিয়েছে চলে গেল ছেলেটা
কোথারে?
ছেলেটা বলল মা কথা দিয়ে এসেছি যেতে
হবে আমায়, খুবি তাড়াতাড়ি আসব ফিরে।
কি জানি সারাদিন কোথায় আছে অবাধ্য
ছেলেটা কার ঘরে ।।
আমার বুকটা কেন জানি কাঁপছে চারিদিকে
আতঙ্ক লেগে আছে;
আমায় বলেছিল  মা তোমায় উপহার দেব  
সোনার মত দামি কাপড়ে।
আমি বুঝিনি ততটা দেখিনা চোখে বললাম
বাবা ,তুই যা দিবি তা আমার কাছে অনেক
দামিরে।
বলল মা যাওয়ার আগে তুমি দাও মোরে
দোয়া করে
কেন জানি ছেলেটার মনটা উন্মাদ মনে হল
মুখে হাত বুলাতেই হাতটা ওর মাথায় তুলে
নিল; মনে হল ছেলেটা আমার কাঁদছিল।


আমি বললাম যা বাবা তুই কাজে সফল
হবি মায়ের দোয়া আছে তোর সাথে।
কি যেন ফিসফিস করে বলছিল কার সাথে
পতাকা উড়াবে ওরা সকাল সাজে।
সারারাত চিন্তায় গেল রাত্রি গড়িয়ে সকাল হল
তোমরা দেখেছো  ভাই দেখেছো কি তাহারে ?


সারা রাত যুদ্ধ হল মায়ের ছেলে যুদ্ধে শহীদ হল
সকাল বেলা মা মা করে কারা যেন দিল ডাক
সেই ডাকেতে অন্ধমা চলে গেল ছেলের লাশের
কাছে।
একি আলখাল্লা খদ্দর ভেজাগা কিহল কথা
বলছিসনা কেনরে ;
আটালো শরীর ,সারাদিন ছিলি কি অনাহারে
কে যেন বলল মা তোমার ছেলে যুদ্ধে গিয়েছিল
পতাকা নিয়ে এসেছে,আজ সে শহীদ সমগ্র
দেশের স্মরণে  ।।
মা যেন পাথর হইয়ে গেল কিছুক্ষণ পরে
মায়ের বুক ফাঁটা আর্তনাদ ---
ওরে দুষ্ট বালক মিথ্যা বলে সেই যে গেলি চলে
এই তোর আসার সময়  হলরে!
বৃদ্ধ মা  অভিমানে পাগলীর মত বলে –
এ আমার ছেলে নয়; আমার ছেলে, আমার ছেলে
এত অবাধ্য ছিলনারে।।
আজো বাংলার ঘরে ঘরে কত অন্ধ কত সন্তানহারা
মা পাগলীর মত খুজে বেড়ায়!
তোমরা দেখেছো  ভাই দেখেছো কি তাহারে ?
হন্যের মত খুজে বেড়াচ্ছি সোনার ছেলে
আহারে!