কামিনী যামিনী স্বপ্নচারিণী,জীবনীশক্তি
সঞ্চারিণী, তুমি রূপ মাধুর্যে ঐশ্বর্যরাণী,
কুলবধুর অধিকারিণী, জননী।।


কৃষ্ণগহ্বর উৎপাটিনী, কর্মশৈলে উৎঘাটিনী,
তুমি আশ্চর্যপ্রদীপ জ্বালিনী, অনুগামিনী
শত দৈন্যের মূলৎপাটিনী।।


অর্ধ-ভবিষ্যৎ  সঞ্জিবনী, রূপরেখার  সঞ্চারিনী,
তুমি বিশ্বসৌন্দর্যের জগত মনোহারিতা অমানী
সৌন্দর্যশালিনী, তুমি অর্ধাঙ্গিনী।।


শত মন গগনের চন্দ্রমণী, পুষ্পের বিকাশে
কাদম্বিনী, যুগযুগের যুগোত্তরিণী,শ্রীরাধিকা
কমলিনী, প্রেম গঙ্গায় গাঙ্গিনী।।  


ডাকিনী গোপিনী অনুসর্গ যোগে মায়াবিনী,
লোলুপ শিখা দৃষ্টিচারিণী, মন-মোহিনী
পদ্মিনী, সিন্ধুগড়ের সিন্ধুমনী।।