একি স্বতঃপ্রবৃত্ত বসুন্ধরায় একোন কালিমা লাগা  
আজ সারা পাড়া!কেন তুমি বহুরূপে রূপান্তরিত
সাজিছো কেন বহুকাল ধরে বহমান  ভিন্ন রকম
কেন নিখিলে রঞ্জিত রঙের কালির ধারা?  

আজ নাই বেদনায় সমব্যথী কুলবধু ঘরছাড়ি
রচিত কি সব পূর্ণপ্রাপ্য,পাওনা সে ধন স্ববশে
স্বত্বাধি-কারে স্বত্বাধি-কারী ও স্বত্বাধি-কারিণী
কেউবা ধনী, কেউবা গরীব কেন  দৈন্যদশা!
ইত্যনুসারে গড়াকি তিলোত্তমা?


বিবাদে বিবাদে বিনাশ, অপব্যবহারে  বিনাশ,
কলুষতায় বিনাশ,পণ্ডিত্বে বিনাশবহুল নশ্বরতা!
নাই কোন পরিবর্তন আছে বিবর্তন সম্মুখপ্রান্তে
যেটা ছিল পূর্ব নির্ধারিত কেয়ামতের লক্ষণ।।


নাই ভক্তি, নাই শ্রদ্ধা, নাই স্নেহ ভালোবাসা
রিক্ততা ভয়ে সটকা বনাশ্রিত নিরীহ জনতা!
চতুর্দিকে ভুষ্টি-নাশক কালোবাজারি সন্ত্রাস,
কালোচিত কুন্তলে ঘেরা অসাধু অনামিকা।।


প্রাপ্য ধন থাকবে নাকো যদিনা থাকে সৃষ্টি
নতুন তটেতে না গচিলে মানবতার সুদৃষ্টি।
বিধাতা দয়ালু দয়াময় তুমি মেলাও সুদিনের
দেখা;তানাহলে শুরু হবে কেয়ামতের ধ্বংস
প্রলয় দুর্দশাগ্রস্থ বিশ্বজুড়ে তাণ্ডবতা ।।