আমি তোমার রঙের রঙতুলিতে
                 রেঙেছি আমার মন-প্রাণ,
আমি তোমায় নিয়ে ভাঙা গলায়
                        গেয়েছি কত গান ।।


আমি তোমার নায়ে দাড় টেনেছি
                       দুপুর-সন্ধা-সকাল,
স্বপ্ন সাজে গভীর রাতে
                          লাজুক বেসামাল।।


আমি তোমায় নিয়ে ভেবেছি কত
                         প্রত্যায়িত শতক্ষণ,
আমি তোমার ছন্দে মিলায়েছি দুপা
                      বন্দে কতদিন কতকাল।।


আমি চোখ পিট পিট করেছি কত
                অধোদেশে গব-চন্দ্রের মত,
দেখে তোমার প্রভারূপ চন্দ্রাননী  
                  ভুলানো হাসির জাল।।


আমি তোমার সুরের মত্ত পাগল
                তোমা ছাড়া নির্জীব নিষ্প্রাণ,
আমি তোমায় নিয়ে পাড়ি দেব শত
                    স্বীকারোক্তি বেড়াজাল।।


আমি তোমার রূপের নকশা আঁকি
                       একে যাব চীরকাল।।