সেই প্রভাতের ক্ষণ প্রাতঃকাল, সকাল
প্রেরণামূলক সম্মেলক গান গেয়ে পথ
পরিক্রমণ,সকালবেলার সূর্যের আলো
উদয়ন,অল্পবয়সী সুন্দরী নাবালিকা
অপরি-পক্ক যৌবন।।


আমি দাড়িয়ে লগ্ন মঙ্গলময়ী গান
অপরি-জ্ঞাত পরিচয়ে দেখেছি তোমায়
আমি অবুঝ নাবালক কে যেন বলল
তোমায় তমালিকা চল মেলাবো দুপা
শিশির ভেজা ঘাসুড়িয়া ফুল বন।।


বুঝতামনা ততটা শুধু স্মৃতির পাতায়
আতালি-পাতালি পাতামল রূপে
ভাসে লা-মাটির পাশে ছলছল তটিনী
তরঙ্গে মৃদু বয়ে চলা বাতায়ন ।।


মনে হল আমা তোমাতে নাই কোন
ব্যবধান মনটা তোমারি মাঝে ভয়ে
বিচলিত আনন্দে ভরা মন, যতক্ষণ
তুমি ছিলে তনিমা রূপে  ত্রপ-মাণ,
নাবালিকা রূপ যৌবন।।


তারপর অবুঝের মত চলে যাওয়া
মায়ের ডাকের খোকা অধীয়-মান
তোমার অপেক্ষার সন্ধিক্ষণ।।
আজো চৌদ্দ বছর পর খুজি তোমায়
তোমার লুটপুটির আলোড়ন।।