অপরূপ তার মহিমা মাখা ছায়া
চলার ভঙ্গিতে মন মেতে ওঠে আঙ্গিকে
বলি তারে অপরূপা ।
মায়াবী চোখের চাহনি ভরা নীলিমা
হাসলে জাগে মোহনা।
চোখে চোখ রাখলে জাগে সাধনা
মনে মনে ভাবি সেতো অপরূপা,
নয় আমার অনুপমা।
কি রূপের মাধুরী তুমি রূপসী কন্যা!
হাসির ঝলকানিতে আষাঢ়ে বৃষ্টি ঝরে
মায়াবী চোখের বন্যা।
চোখ বলে দেখবো তোমায়;
মন বলে সাথি হব তোমায় ;
কি অহংকারে সাজানো তুমি
রূপসী কন্যা ।।